ময়মনসিংহ কর অঞ্চলের মেলা শুরু হচ্ছে আগামীকাল। চলবে ২০ নভেম্বর বিকাল পর্যন্ত। কর কমিশনার ফজলুর রহমান তার কার্যালয়ে গতকাল বিকালে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এসব কথা জানান।
বুধবার সকালে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে এ আয়কর মেলার উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ বছর ময়মনসিংহ সিটি করপোরেশন থেকে সাতজন করদাতাসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার ৪২ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা ক্রেস্ট দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ময়মনসিংহ সভাপতি সাদিক হোসেন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, রেঞ্জ-০৪ কর অঞ্চল সৌমিত্র কুমার ভৌমিক, উপকর কমিশনার সদর দপ্তর (প্রায়োগিক) এসএম মেহেদী হাসান, সহকারী কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) শামীম আহমেদসহ অন্য কর্মকর্তারা।