ময়মনসিংহে রেললাইনে বিকল হয়ে পড়া একটি পিকআপ ভ্যান ট্রেনের ধাক্কায় খাদে পড়ে গেছে। গতকাল বেলা ১১টার দিকে গফরগাঁও উপজেলার গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে গোলাবাড়ী এলাকায় রেললাইন পার হওয়ার সময় মালবোঝাই একটি পিকআপ ভ্যান বিকল হয়ে রেললাইনে আটকে যায়। পিকআপ ভ্যানটি একটি গানের অনুষ্ঠান থেকে মালপত্র নিয়ে কাওরাইদ যাচ্ছিল। এ সময় ওই লাইন ধরে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন আসতে দেখে চালক ও হেলপার পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায়। পরে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে পাশের খাদে পড়ে যায়। সংঘর্ষের কারণে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনটি থেমে যায়। প্রায় ১ ঘণ্টা পর ইঞ্জিন মেরামত শেষে ওই রেললাইনে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মশাখালী রেলওয়ের স্টেশনমাস্টার মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।