বিয়ের সকল আয়োজন সম্পন্ন। এরই মাঝে খবর আসে প্রশাসনের লোক আসছে। তাই বিয়ে বন্ধ করার জন্য বর আসার আগেই গেইট ভেঙ্গে পালিয়েছে মেয়ের বাবা। শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, আমাদের নিকট খবর আসে উলুকান্দিতে একটি বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। গিয়ে দেখি কনের বাবা গেইট ভেঙ্গে বিয়ে বন্ধ করে পালিয়েছে। মেয়েটির নাম সখিনা আক্তার। বয়স ১৪। তিনি ওই গ্রামের মিজানের মেয়ে এবং স্থানীয় মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। পার্শ্ববর্তী মোল্লার চর গ্রামের রইছ উদ্দিনের ছেলে সাইফুলের সাথে বিবাহ হওয়ার কথা ছিল।
তিনি আরো জানান, আমরা বাল্যবিয়ে বুঝতে পেরে বিয়ে বন্ধ করে দেই। পরে মেয়েটির আত্মীয়-স্বজনদের উপজেলায় নিয়ে আসি। বাল্যবিয়ে দিবে না বলে মুচলেকা রেখে এদের ছেড়ে দেই। এই ঘটনা টের পেয়ে বর আর বিয়ে বাড়ীতে আসেনি।