সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন এরশাদ

নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এর আগে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপি ও মেজর মো. খালেদ আখতার (অব.)।

বিকালে এরশাদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাইদুর রহমান টেপা, সৈয়দ আবদুল মান্নান, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, মাসুদ পারভেজ সোজেল রানা, সুনীল শুভ রায়, এসএম ফযসল চিশতী, নাসরিন জাহার রতনা এমপি, মীর আবদুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু। পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট. রেজাউল ইসলাম ভূইয়া, মো. নোমান এমপি, ড. মো. নুরুল আজহার।

সংসদ সদস্যদের মধ্যে লিয়াকত হোসেন খোকা, মুনিম চৌধুরী বাবু, নুরুল ইসলাম মিলন, শরিফুল ইসলাম জিন্নাহ, আমির হোসেন ভূইয়া, অধ্যাপক ডা. মো. আক্কাস আলী সরকার। পার্টির ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর, নুরুল ইসলাম নুরু, সরদার শাহজাহান। যুগ্ম মহাসচিব আশরাফ সিদ্দিকী, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. ইসাহাক ভূইয়া, মো. জসিম উদ্দিন, মোবারক হোসেন আজাদ, মো. হেলাল উদ্দিন, মো. বেলাল হোসেন, লেফটেনেন্ট কর্নেল (অব.) সাব্বির আহমেদ, মিল্টন মোল্ল্যাহ, হুমায়ুন খান, কাজী আবুল খায়ের, জামাল রানা, এমএ রাজ্জাক খান, জাহাঙ্গীর আলম পাঠান, রেজাউল করিম।

কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট খন্দকার ফাইকুজ্জামান ফিরোজ, মিজানুর রহমান দুলাল, নুরুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মো. জহির, মো. আল মামুন, সেকান্দার আলী মুকুল, মামুনুর রহমান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top