ঘুষের টাকাসহ আয়কর কর্মকর্তা আটক

চট্টগ্রামে ঘুষ গ্রহণের সময় ২০ হাজার টাকাসহ আয়কর কর্মকর্তা মো. রেজাউল করিমকে আটক করেছে দুনীর্তি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে মহানগরীর বাণিজ্যিক এলাকা আগ্রবাদের কর অঞ্চল ২, সার্কেল ৩১ এর কার্যালয় থেকে ওই কর্মকর্তাকে আটক করা হয়।

দুদক উপ-পরিচালক লুৎফর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এলাকায় আয়কর অফিস থেকে ঘুষের টাকাসহ রেজাউল করিমকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ঘুষ বাবদ এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। সূত্র : ইউএনবি।

Share this post

scroll to top