মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের একটি লিচু বাগান থেকে মহেশপুর থানার পুলিশ পচাঁ গলা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী জানিয়েছে,গত ৬ নভেম্বর বুধবার কয়েকজন কৃষক ডাকাতিয়া গ্রামের শরাফাত হাজীর লিচু বাগানে একই গ্রামের আঃ সবুরের কন্যা গৃহবধূ রিতু খাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
ডাকাতিয়া গ্রামের উজ্জল হোসেন জানান, রিতু খাতুন (২০) তার খালাতে বোন, ৮ মাস পূর্বে একই উপজেলার পদ্মরাজপুর গ্রামের সাগর (৩০) এর সাথে তার বিয়ে হয়েছে। তার খালুর বাড়ী ভাবদিয়া গ্রামে। গুড়দহ বাজারের কাঁচামাল ব্যবসায়ী তার খালু ডাকাতিয়া গ্রামে ঘর জামাই হয়ে বসবাস করেন।
গত বৃহস্পতিবার রিতু খাতুনের স্বামী ডাকাতিয়া গ্রামে এসে তাকে নিয়ে যায়। এর পর হতে আঃ সবুর তার মেয়ের আর কোন খবর জানেন না। বুধবার সকালে মেয়ের মৃতদেহ দেখে পরিবারের লোকজন বাকরুদ্ধ হয়ে পড়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাশেদুল ইসলাম ঘটনাস্থল থেকে বলেন,লাশ পঁচ গেছে,কি কারনে মেয়েটি খুন হয়েছে তা জানা যায়নি,তবে অবিভাবকদের দাবী নিহতের স্বামী এ খুনটি করে লাশ ফেলে রেখে গেছে।