গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বদরুল আলম। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে শহরের পাটগুদাম এলাকা থেকে বদরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ‘সময় নিউজ টিভি’ নামের একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহাম্মেদ এই খবর নিশ্চিত করেছেন।
খন্দকার শাকের আহাম্মেদ জানান, গ্রেপ্তার হওয়া বদরুল আলম আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পাটগুদাম এলাকার শীতল চক্রবর্তী নামের এক দোকানদারের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক প্যাকেট সিগারেট নেন। পরে পাশের হজরত আলীর দোকানে গিয়েও পরে টাকা পরিশোধ করবেন বলে আরেক প্যাকেট সিগারেট নেন। এতে শীতল চক্রবর্তীর সন্দেহ হলে তিনি থানায় ফোন করেন। পরে পুলিশ গিয়ে বদরুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বদরুলের বিরুদ্ধে প্রতারণা ও ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন খন্দকার শাকের আহাম্মেদ।