ময়মনসিংহে দুদকের মামলায় কর পরিদর্শক ও এসআই গ্রেফতার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহের সাবেক কর পরিদর্শক মোকসেদ আলী (৬৫) ও অবসরপ্রাপ্ত এসআই আবদুল জলিলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে নগরীর চামড়া গুদাম এলাকা থেকে সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীকে ও অবসরপ্রাপ্ত এসআই আবদুল জলিলকে বিকালে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, ৭৭ লাখ ৫০ হাজার ১৪৪ টাকার সম্পদের মধ্যে ৩১ লাখ ৫৭ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর একটি মামলা দায়ের হয়। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ দিকে অবসরপ্রাপ্ত এসআই আবদুল জলিলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৬৯ হাজার ৪৮২ টাকার সম্পদ অজর্নের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

Share this post

scroll to top