ঢাকাTuesday , 5 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে গণধর্ষণের শিকার নারী : আটক ৩

Link Copied!

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে পঞ্চগড়ের এক নারী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে ধর্ষিতা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার পুলিশ আটককৃতদের ময়মনসিংহের আদালতে ও ধর্ষিতা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগর সদর থানার বকশিপাড়া এলাকার ওই নারী ঢাকা খিলক্ষেত এলাকায় বাসা ভাড়া থাকতো। ওই বাসার পাশ্বেই ঈশ্বরগঞ্জের লংগাইল গ্রামের শাহীন ও এনায়েত নগর গ্রামের সোহেল কাঁচা মালের ব্যবসায় করতো। তখন তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরী হয়। গত ৩ নভেম্ববর ঢাকা হাজী মার্কেটের সামনে থেকে ধর্ষিতাকে বাসে ময়মনসিংহে এবং রাত সাড়ে ১২ টার দিকে বাস থেকে নেমে সিএনজি করে শাহীন ও সোহেল ঈশ্বরগঞ্জ পৌরশহরের আব্দুল আজিজের বাড়িতে নিয়ে যায়। রাতে খাবার শেষে ওই বাড়িতে শুয়ে পড়ে তারা। রাত ২ টার দিকে ওই বাড়ির দরজা ভেঙ্গে মোস্তফা, রাজ্জাক, নুরুজ্জামান ওই নারীকে ঘর থেকে জোর করে বেড় করে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি জানাজানির পর রাতে টহল পুলিশ শাহীন, রাজ্জাক ও সোহেলকে আটক করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, গণধর্ষণ মামলার ৩ আসামিকে আটক করা হয়েছে এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।