ডাকসুর জিএস পদ থেকে রাব্বানীর অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস পদ থেকে গোলাম রাব্বানীকে অপসারণ ও ঢাবিতে অবৈধভাবে এমফিলে ভর্তির সকল কার্যক্রম বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

এর আগে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ হন রাব্বানী।

নোটিশে তার এমফিলে অবৈধভাবে ভর্তি কার্যক্রমের সাথে কারা কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করার জন্যও বলা হয়েছে।

ঢাকসুর অপর জিএস প্রার্থী রাশেদ খানের পক্ষে সোমবার ডাক ও রেজিস্ট্রিযোগে এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।

আগামী সাত দিনের মধ্যে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল ও জিএস পদ থেকে অপসারণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেঁধে দেয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share this post

scroll to top