ময়মনসিংহে ৩ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সদরের খাগডহর ঘুন্টি এলাকা হতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের আটক করেছে র‌্যাব-১৪।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যঅব জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম এর নেতৃত্বে র‌্যঅবের একটি সোমবার সকালে ঈদগাহমাঠ মোড় আবুল হোসেন এর বাড়ির সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে আসামী মোছাঃশারমিন আক্তার ও লিটন মিয়াকে কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।

Share this post

scroll to top