ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে মহেশপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শিশুটির স্বজনরা জানান, শনিবার বিকেলে শিশুটি খেলতে খেলতে প্রতিবেশি কাঠমিস্ত্রি হাফিজুরের(৩০) বাড়িতে যায়। হাফিজুর চানাচুর কিনে দেওয়ার কথা বলে বাজার থেকে চানাচুর কিনে দিয়ে পাশের কলা বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এমনকি কাউকে কিছু না বলার জন্য ভয় ভীতিও দেখায়। শিশুটি বাড়িতে এসে বিষয়টি বাবা-মাকে জানায়। পরে মহেশপুর থানায় শিশুটির পিতা হাফিজুরকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
রোববার সকালে শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত হাফিজুর।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের ঘটনায় শনিবার রাতেই থানায় মামলা হয়েছে। ধর্ষক হাফিজুরকে আটকের চেষ্টা চলছে।