ঢাকাThursday , 31 October 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আনসার ও ভিডিপি সদস্যরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে : রেঞ্জপরিচালক

Link Copied!

ইকবাল হাসান : নেত্রকোনা জেলা আনসার ও ভিডিপির, উদ্যোগে মাদক, চোরা-চালান ও শিশু পাচার প্রতিরোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা ও করণীয় শীর্ষক অবহিত করনসভা ৩১/১০/২০১৯ তারিখে দূর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার, দূর্গাপুরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরা মিয়া, পরিচালক, আনসার ও ভিডিপি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃজিয়াউল হাসান, পরিচালক, জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব), আনসার ও ভিডিপি, নেত্রকোনা। আরো উপস্থিত ছিলেন দূর্গাপুর-কলমাকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার, ওসি দূর্গাপুর, উপজেলা আনসার ও ভিডিপি, কর্মকর্তা, দূর্গাপুর ও দূর্গাপুর উপজেলার বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডারগণ।

উপস্থিত বক্তাগণ প্রত্যেকেই মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে আনসার ও ভিডিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন হলো আনসার ও ভিডিপি। তাদের সক্রিয় অংশ গ্রহনে মাদক, চোরা-চালান, জঙ্গিবাদ নির্মূল, নারী ও শিশু পাচার প্রতিরোধ সম্ভব। এ ক্ষেত্রে সদস্যরা তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমব্যবহারকরেউর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশবাহিনী ও প্রশাসনকে অবহিত করে এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে।

প্রধান অতিথি আরও বলেন,আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মাদক, চোরা-চালান রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল, গুজব প্রতিরোধে দৃঢ় মনোভাব পোষণ এবং আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১বাস্তবায়নে সদস্য/সদস্যাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। সভা শেষে অতিথিবৃন্দ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১০ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।