ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শো-ডাউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও শোডাউন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে মধুর ক্যান্টিনে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মধুর ক্যান্টিন থেকে ভিসির বাসা হয়ে টিএসসি পর্যন্ত শোডাউন করে ছাত্রদল।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার কিছু পর মধুর ক্যান্টিনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে তাদের জন্য নির্ধারিত টেবিলেই কিছু সময় কাটিয়ে শোডাউন শুরু করে। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এতে।

শোডাউনে ছিলেন ঢাকা বিশ্বিবিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সদ্য সমাপ্ত কাউন্সিলের সভাপতি প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ছাত্রনেতা জাকিরুল ইসলাম জাকির, হাফিজুর রহমান, লিংকন, পার্থ, আমিনুর রহমান আমিন, তাহের, রুম্মন, জুয়েল, হাসানসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top