ময়মনসিংহে গণধর্ষণের স্বীকার আরিফার জেডিসি পরীক্ষা দেওয়া হলো না। সে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের দাইরগাঁও দাখিল মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী ছিল ।
যখন মাদ্রাসার সহপাঠীরা জেডিসি পরীক্ষা দিচ্ছে তখন গণধর্ষণের স্বীকার মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কাতারাচ্ছে।
শনিবার থেকে পরীক্ষা শুরু হলেও যৌন নির্যাতনের ফলে অসুস্থ থাকায় সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপহরণের পর টানা ২৫ দিন গণধর্ষণের পর শুক্রবার ভোরে উপজেলার উস্থি ইউনিয়নের দাইরগাঁও মাদ্রাসার সামনে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওই ছাত্রীর দরিদ্র পিতা বলেন, আমার মেয়ের জীবন শেষ করে দেয়া তিন নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয় উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা এ ঘটনাকে পৈশাচিক, নির্মম আখ্যা দিয়ে জড়িতদের কঠোর বিচার দাবি করেন।
পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় রাতেই মামলা নেয়া হয়েছে। আসামিদের ধরতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে। সূত্রঃ বাংলাদেশ জার্নাল