স্টাফ রিপোর্টার : শীঘ্রই ১৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে সেই সাথে শিক্ষকদের বদলি বাণিজ্য বন্ধে এখন থেকে সারা বছর অনলাইনে বদলি প্রক্রিয়া চালু থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীতে (নেপ) শনিবার দুপুরে পিটিআই ইন্সট্রাক্টর এবং ইউআরসি ইন্সট্রাক্টরগনের দুই মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষন কোর্স উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এছাড়াও কর্মচারীদের জন্য আলাদা নীতিমালা করা হচ্ছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের(এটিও) নবম স্কেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক (নতুন পদ) নেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহা-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক আনোয়ার হোসেন ও জেলা প্রশাসক মিজানুর রহমান। বুনিয়াদী প্রশিক্ষন কোর্সে দেশের বিভিন্ন পিটিআই এবং ইউআরসির ৪০জন ইন্সট্রাক্টরগন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।