স্টাফ রিপোর্টার : ‘‘দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই শ্লোগানে বিভাগীয় শহর ময়মনসিংহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় টাউন হল প্রাঙ্গনে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান র্যালীর মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী উপস্থিত ছিলেন। পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর নেতৃত্বে যুব র্যালীটি বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালী ও আলোচনা সভায় সরকারী-বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।