ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রয়েল মিডিয়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষাথীদের বরন অনুষ্ঠান উপলক্ষ্যে বণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর টাউন হল মোড়ে তাকের স্মৃতি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে প্রথম অধিবেশনে একাদশ শ্রেণীর শিক্ষাথীদের বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল মিডিয়া কলেজের গভনিং কমিটির সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যাপক মোঃআজহারুল হক , অধ্যক্ষ স্নেহাশীষ চন্দ্র দে প্রমুখ।
রয়েল মিডিয়া কলেজের নবীন বরন অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষাথী শিক্ষকদের নিজেদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তির পাশাপাশি ম্যাজিক শো পরিবেশিত হয়। একক ম্যাজিক পরিবেশন করেন কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষাথী সাবরিনা জান্নাত সূচনা। তার ওই মনোমুগ্ধকর ম্যাজিক দেখে শিক্ষক অবিভবক ও শিক্ষাথীরা মুগ্ধ হয়ে পড়েন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কলেজের শিক্ষকগণ বলেন, ম্যাজিক শিল্পে সূচনার এ অসাধারণ সাফল্য অল্প সময়েই সারা দেশে ছড়িয়ে পড়বে বলে তারা আশাবাদী।