ময়মনসিংহে আশার উদ্যোগে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের শম্ভুগঞ্জ ব্র্যাক সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কান্তি বসাক। সভাপতিত্ব করেন আশার পরিচালক( প্রোগ্রাম) এ এস এম তৌহিদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশার জয়েন্ট ডিরেক্টর মো: গিয়াস উদ্দিন, ডিভিশনাল ম্যানেজার শ্যামল কুমার ধর, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনুর অর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, সাংবাদিক মীর গোলাম মোস্তফা, আশা কর্মকর্তা মীর্জা সাইফুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বলা হয় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি ২০১১ সাল থেকে বাস্তবায়ন করছে। বর্তমানে সারা দেশে প্রায় সাড়ে ১৫ হাজার শিক্ষা কেন্দ্রে শিশু ও ১ম এবং ২য় শ্রেণির অধ্যয়নরত শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে।