ঢাকাFriday , 1 November 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বগি লাইনচ্যুত : ময়মনসিংহ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ থাকবে শুক্রবার দুপুর পর্যন্ত

Link Copied!

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশত যাত্রী আহত হয়েছেন। এতে করে ঢাকায় শুক্রবার দিনের এনএসআই দপ্তরের পরীক্ষায় অংশগ্রহণকারীরা চরম বিপাকে পড়ছে।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ত্রিশালের ফাতেমা নগর রেলস্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ফাতেমা নগর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে জামালপুর অভিমুখী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে আছে।

আউলিয়া নগর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার নূরে আলম সিদ্দিক জানান, ময়মনসিংহ থেকে কিছুক্ষণ পূর্বে একটি ইঞ্জিন ফাতেমা নগর রেলস্টেশনের দিকে আসছে। ইঞ্জিনটি দুর্ঘটনা কবলিত মহুয়া ট্রেনের পেছনের ভালো বগিগুলো ময়মনসিংহ রেলস্টেশনে নিয়ে নিয়ে যাবে। এর পর ঘটনাস্থলে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে।

তবে রেলের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, শুক্রবার দুপুর নাগাদ ইঞ্জিন  ও বগি উদ্ধার করতে সক্ষম হবে রেল কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।