তামিম ইকবাল খেলছে না ভারত টেস্ট- আবারো পাপনের দাম্ভিকতা!!

তামিমের দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা ভারত টেস্ট চলাকালীন সময়ে। এতে করে পুরোপুরিই ভারত সিরিজে অংশ নিতে পারবনে না বলে জানিয়েছেন তামিম ইকবাল। তবে তামিম ইকবালের এ সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিমের মতো যদি আর কোনো ক্রিকেটার ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমি অবাক হব না। আপনারা ভারত সফর নিয়ে এখনও কিছুই দেখেননি। শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি যখন বলছি, ভারত সফর নিয়ে সমস্যা আছে ।

এদিকে ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কা সিরিজেও কথা বলেনি তাঁর ব্যাট। তিন ম্যাচের সিরিজে বাঁহাতি ওপেনার করেছিলেন২১ (০, ১৯,২) রান। তবে তাঁর ব্যাটিং ব্যর্থতার চেয়ে ভক্তদের বেশি অবাক করছে ক্রিকেট মানসিকতা ও আউটের ধরন! সব মিলিয়ে সময়টা খুবই খারাপ যাচ্ছিলো তাঁর। এই দুঃসময় থেকে বের হতে তামিমকে সাময়িক বিশ্রামে যেতে পরামর্শ দিয়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের এই পরামর্শ ভালোভাবেই গ্রহণ করেছেন তামিম। ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাবর চিঠি দিয়েছিলেন তিনি। তাঁর আবেদন বিসিবি গ্রহণও করেছিলো।আপনাদের বিশ্বাস করা উচিত।

বোর্ড প্রেসিডেন্ট আরও বলেন, আমাকে তামিম ইকবাল প্রথমে বলেছিল যে, ও শুধু ভারত সফরে দ্বিতীয় টেস্টেই খেলবে না। তখন ওর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর তামিম আমার কাছে এসে বলল ও পুরো সফরেই খেলবে না। জিজ্ঞাসা করলাম, কেন? কিন্তু তার উত্তর পাইনি। লেখাটি এখানেও প্রকাশিত হয়েছে somewhereinblog.net

Share this post

scroll to top