ঢাকাFriday , 28 September 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-জারিয়া-মোহনগঞ্জ ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ

Link Copied!

স্টাফ রিপোর্টার : শুক্রবার সকালে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের বাঘমারা রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় সকাল ৯টা থেকে ময়মনসিংহ থেকে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দূর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
খবর পেয়ে কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারি রিলিফ ট্রেন ঘটনাস্থধলে পৌঁছে কাজ করছে।

ময়মনসিংহ জংশন স্টেশন সুপাররিনটেনডেন্ট জহিরুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ রোড স্টেশনগামী সরকারি খাদ্য গুদামের উদ্দেশ্যে আসা চাল ভর্তি মালবাহী ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের বাঘমারা রেলক্রসিংয়ে পৌঁছলে ৪টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ৪টি বগির ২৫টি চাকা লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কাজ সম্পন্ন করতে একটু সময় লাগছে বলে জানান তিনি।

এদিকে ট্রেন দূর্ঘটনার কারনে সকাল ৯টা থেকে ময়মনসিংহ-জারিয়া, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাওর এক্সপ্রেস, মহুয়া ও জারিয়া লোকাল গৌরীপুরে, বলাকা একপ্রেস ময়মনসিংহ স্টেশনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।