ময়মনসিংহে কোচিং সেন্টার খোলা রাখায় দায়ে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নগরীর বাউন্ডারি রোড ও সানকিপাড়া এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে (অগ্রগতি কোচিং সেন্টার ও আইডিয়াল কমার্স একাডেমি) বন্ধ করে দেয়া হয়। এসময় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসন মিজানুর রহমান জানান, এ ব্যাপারে ময়মনসিংহ জেলা প্রশাসন পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। সূত্রঃ ঢাকা টাইমস