কাউন্সিল প্রার্থী হতে বিদ্রোহীদের বাঁধা নেই : কাদের

স্থানীয় সরকার নির্বাচনে যাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে তাদের ক্ষমা করে দেয়া হলে সাংগঠনিক ইউনিট গুলোর কাউন্সিলে প্রার্থী বাধা নেই বলে জানিয়েছেন বাংলা‌দেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কৃষকলীগের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ক্ষমা করে দিলে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই। এখন কাউন্সিলররা তাদের কিভাবে নেবে সেটাই দেখার বিষয়৷ তবে তাদের নিরুৎসাহ করা ভালো। কেনো না এরা যদি আবার নির্বাচিত হয় তাহলে আবার কেউ বিদ্রোহী হতে উৎসাহিত হবে।

কাদের বলেন, নতুন মডেল কৃষক লীগকে বিকাশ করতে চাই। কৃষক লীগকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। গ্রাম বাংলায় ছড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে বিতর্কিত লোক যাতে কমিটিতে জায়গা না পায়। সত্যিকার অর্থে দলকে শুদ্ধ করতে চাই। দল থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে।

সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের জন্য কৃষক লীগ প্রস্তুত। ইতিমধ্যেই তাদের পোস্টার ও দাওয়াত কার্ড হয়ে গেছে। নগরীতে পোস্টার লাগিয়ে সম্মেলনের আবহাওয়া সৃষ্টি করতে হবে। এজন্য দুটি সিটি করপোরেশনের মেয়রকে চিঠি দিয়ে অনুমতি নিতে হবে।

কৃষকলীগের নেতাদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকা ভালো। অসুস্থ প্রতিযোগিতা যাতে না হয়। কারো চরিত্র হরণ করা যাবে না। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। নিজের প্রচার করবেন, কিন্তু অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার শামসুল হক রেজাসহ কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Share this post

scroll to top