ক্যালিফোর্নিয়ায় দাবানল, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রেক্ষাপেট পুরো রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রবল বাতাসে আগুন নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জরুরি অবস্থা জারি করেছেন।
প্রায় এক লাখ ৮০ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। অন্য লোকদেরকেও তাদের বাড়িঘর ত্যাগ করতে বলা হয়েছে। আগুনে হাজার হাজার বাড়িঘর হুমকির মুখে রয়েছে।
আগুনের কারণে আরো কয়েক লাখ লোক হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাবানলে ইতেমধ্যেই অন্তত ৩০ হাজার একর এলাকার বন পুড়ে গেছে।

সূত্র : বিবিসি, সিএনএন

Share this post

scroll to top