ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকার সূচনা টাওয়ারে লাগা আগুনে তিনটি কাপড়ের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১ টার দিকে ১০ তলা সূচনা ভবনের ৪র্থ তলার জয় গার্মেন্টস নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই তা ছড়িয়ে পরে আশেপাশের দোকানে। এতে ক্ষতিগ্রস্থ হয় পাশের আরো কয়েকটি দোকান। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
শর্টসার্কিট থেকে আগুএর সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি।