ময়মনসিংহের হালুয়াঘাটে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউপি চেয়ারম্যানসহ তার দুই সহযোগীকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- স্বদেশী ইউনিয়ন চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ (২৯) এবং তার দুই সহযোগী ইরফান ইসলাম (২৮) ও সুজন মিয়া।

রবিবার (২৭ অক্টোবর) আটক ৩ জনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে ফুলপুর এম শামছুল হক চত্বর সংলগ্ন মিত্র ড্রাগ হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়।

ফুলপুর থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এম শামছুল হক চত্বর সংলগ্ন মিত্র ড্রাগ হাউজের সামনে থেকে চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদকে ২৫ পিস এবং তার সহযোগী ইফরান ইসলামকে ২৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার অপর সহযোগী সুজন মিয়াকেও আটক করা হয়।

আটককৃত জিহাদ হাসান সিদ্দিকী উপজেলার স্বদেশী ইউনিয়নের সাইদ সিদ্দিকী ছেলে এবং স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর ইফরান ইসলাম ময়মনসিংহ নগরীর গোলাপজান রোডের শামছুল হকের ছেলে এবং সুজন ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

এ দিকে চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। রবিবার তাদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। সূত্রঃ দৈনিক অধিকার

Share this post

scroll to top