কাশ্মীরে গ্রেনেড হামলায় ভারতীয় ৬ সেনা আহত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে শনিবার রাতে গ্রেনেড হামলায় আধাসামরিক বাহিনীর ছয় সদস্য গুরুতর আহত হয়েছেন।

দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীনগরের করণনগরে অজ্ঞাত দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় ওই আধাসামরিক বাহিনীর সদস্যরা আহত হন। খবর আনাদোলুর।

তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই অপরাধীরদের ধরতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।

সিআরপিএফের শ্রীনগর সেক্টরের ইন্সপেক্টর জেনারেল রবিদ্বীপ সিং শাহি বলেছেন, শনিবার রাত থেকে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে দৃর্বৃত্তদের ধরার জন্য।

৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে নেয়ার দুই মাস পর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর ওই হামলার ঘটনা ঘটল।

Share this post

scroll to top