এক শ’ রান করা হলো না শ্রীলঙ্কার। ৯ উইকেটে ৯৯ রানে শেষ হলো তাদের যাত্রা। ফলে সিরিজের প্রথম টি-২০তে ১৩৪ রানে জিতলো অস্ট্রেলিয়া। ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত খেলেছে তারা। ফলে জয় সহজেই ধরা দিয়েছে তাদের হাতে।
সকালে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফিঞ্চ এবং ওয়ার্নার ১২২ রানের বড় জুটি গড়েছেন। ১০ ওভারেই ১২২ রানের পার্টনারশিপ করেন তারা। লাকসান সান্দাকাননের বলে ফিঞ্চ সাজঘরে ফিরলে এই জুটির ভাঙন ধরে। পরে ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। ২৮ বলে ৬২ রান করে শেষ ওভারে সাজঘরে ফিরেন। পরে অ্যাশটন টারনার এসে ওয়ার্নারের সাথে ১ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেন ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার ঝড়ো ব্যাটিংয়ের পর ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। আর অর্ধশত করতে গিয়ে হারান আরো দুই উইকেট। এরপর ধারাবাহিক উইকেটের পতন হয়। ফলাফল ১৩৪ রানের হার।