স্টাফ রিপোর্টার : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”-প্রতিপাদ্যে ময়মনসিংহে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খন্ডিত ছবি
জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খন্ডিত ছবি
দিবসটি উপলক্ষে রক্তদান কর্মসূচি, ডকুমেন্টারি ও কোরিয়গ্রাফ প্রদর্শন, প্রীতি বিতর্ক প্রতিযোগিতা (স্পিকার হিসেবে), আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই আনন্দ মোহন কলেজ ও ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে একটি প্রতিকী বিতর্ক প্রতিযোগীতা হয়। এসময় বক্তারা জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খন্ডিত ছবি
এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, রেঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, কমিউনিটি পুলিশের সাধারণ সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খন্ডিত ছবি