স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার বিকেলে নগরীর কেওয়াটখালী কাঁচা বাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান শাওন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজারে ৭টি দোকান প্রায় ৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং মোট ২৬০০০ হাজার টাকা অর্থ দণ্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট শেষ সকল দোকান মালিককে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয় ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে পণ্য বিক্রি করলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান শাওন জানান, নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রাখবে ময়মনসিংহ জেলা প্রশাসন।