ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতি মাস্টার নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মতিউর রহমান (মতি মাস্টার) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তিন নম্বর তারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মৃতের পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছেন, গত ২১ অক্টোবর মুক্তাগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মতিউর রহমানের (মতি মাস্টার) মৃত্যুতে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি, স্থানীয় এমপি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সূত্রঃ ঢাকা টাইমস