১৫৬ কর্মকর্তার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের ক্যাডার সার্ভিসের ১৫৬ কর্মকর্তা। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তাজুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে ১৫৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।প্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা দাড়ালো ৬০৯ জন। যদিও অতিরিক্ত সচিবের স্থায়ী পদের সংখ্যা ১২২টি।

এর আগে গত ১৬ জুন ১৩৬ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতির দেয় সরকার।

Share this post

scroll to top