স্টাফ রিপোর্টার : ‘‘তথ্য মানে স্বচ্ছতা, জনগনের ক্ষমতা’’ এই শ্লোগানে ময়মনসিংহে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রশিকা মিলনায়তনে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী সেমিনার আয়োজন করে ডেমক্রেসি ওয়াচ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র সহকারী জজ রওশন আরা রহমান। আরো উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা গোলাম কিবরিয়া, সহকারী জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, ডেমক্রেসি ওয়াচের প্রোগ্রাম কো অডিনেটর নরুল ইসলাম নাহিদ,ফিল্ড অফিসার নূর নাহার বেগম প্রমুখ। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার পচিঁশজন প্রতিনিধি অংশ গ্রহন করেন।