রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত : লাশ নিয়ে বিক্ষোভ

রাঙ্গামাটির রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও হ্যাডম্যান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি দ্বীপময় তালুকদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার কাজ শেষে বাড়ি ফেরার পথে দ্বীপময় তালুকদারকে অপহরণের পর তাকের গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে এলাকাবাসী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রাজস্থলী থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আজ সকাল থেকে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগণ লাশ নিয়ে থানায় ঘেরাও করে হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান জানান, গতকাল উপজেলা থেকে ছয় কিলোমিটার দূরে হলুদিয়া পাড়ায় থেকে দ্বীপময় তালুকদারকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজ সকালে এলাকাবাসী লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের সূত্রে জানা যায়, দ্বীপময় তালুকদার বাংলাদেশ সেনাবাহিনী ২৬ ইসিবি চলমান ট্রানজিট সড়ক নির্মাণ কাজ করছিলেন। কাজ শেষে হলুদিয়া পাড়া জিরো মাইল এলাকা দিয়ে বাড়িতে আসার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল আরোহী চারজনকে অবরুদ্ধ করে দ্বীপময় তালুকদারকে নিয়ে যায়। বাকি তিনজন সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, গান্ধী তঞ্চঙ্গ্যা ও নাছির উদ্দিন রাস্তায় এক স্থানে রেখে গেলে তারা ৩-৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশকে খবর দেন তারা।

নিহত দ্বীপময় তালুকদার রাজস্থলী বাজার মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

Share this post

scroll to top