স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র্যাব) ভূয়া র্যাব পরিচয়ে এক প্রতারককে গ্রেফতার করেছে। নগরীর ঢাকা-ময়মনসিংহ বাইপাস মোড় এলাকা থেকে অভিযুক্ত নূর নবী ওরফে মামুন (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করে র্যাব। নূর নবীর বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার জুনকাই গ্রামে। সে তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলায় ভূয়া র্যাব পরিচয় দিয়ে প্রতারণা করে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আসছিল।
র্যাব-১৪ এর সহকারি পুলিশ সুপার তরিকুল আলম জানান, মোঃ নূর নবী (৪০) ও তাহার ছেলে আবু তাহের সহ প্রতারক সংঘবদ্ধ চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ, টাংগাইল, জামালপুর, গাজীপুর ও আশপাশের জেলায় বিভিন্ন সময় বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। সম্প্রতি নূরু নবী র্যাবের একজন ঠিকাদার ও ব্যবসায়ী সেজে র্যাবের ওয়ার্কসপ থেকে পুরাতন ইঞ্জিন, জেনারেটর, লাইজু সেলো মেশিন প্রতারনামূলকভাবে বিক্রির উদ্দেশ্যে ফুলবাড়ীয়া উপজেলার মোঃ ফারুক (৩০) ও কবির হোসেন (৩২) এর নিকট থেকে নিকট থেকে ৪৫ হাজার টাকা করে ৯০ হাজার টাকা এবং তারাকান্দা উপজেলার রইছ উদ্দিন (৪৫) ও হারেজ আলীর নিকট থেকে সাড়ে ১২ হাজার টাকা করে ২৫ হাজার টাকা আত্মসাৎ করে। এমন অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার তাকে আটক করে। র্যাবের জিঞ্জাসাবাদে সে প্রতারনার কথা স্বীকার করেছে। পরে তাকে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়।