আনোয়ার সুফিয়ান : তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে দেড় মাসের শিশুর টিকা গ্রহণের ফলে মৃত্যু হয়েছে। পিতা রতন মিয়া ও মা রীনার এই ছেলে শিশুটির জন্ম হয় ২৯ আগস্ট ২০১৯। বুধবার সকালে বিসকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা দিতে গেলে দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য সহকারী মোঃ শাহাবুদ্দিন টিকা না দিয়ে গৌরীপুরের কলতাপাড়া সূর্যের হাসি ক্লিনিকে গিয়ে টিকা দিতে বললে শিশু বায়োজিদ এর মা কলতাপাড়ায় টিকা দিয়ে আসে ।
শিশুর পিতা রতন মিয়া অভিযোগ করে বলেন, তার ছেলে চিকিৎসকের গাফিলতি,অবহেলা ও ভুল চিকিৎসায় মারা গেছে। তিনি বলেন, তার ছেলে বায়োজিদ কে টিকা দেয়ার সময় হলে বিসকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের শাহাবুদ্দিন টিকা দেন। বরাবরের মতো এবার ও গত বুধবার মা ছেলেকে টিকা দিতে নিয়ে গেলে সেখানে টিকা না দিয়ে কলতাপাড়ায় যেতে বলেন। তার কথা মতো কলতাপাড়ায় টিকা দিয়ে নিয়ে আসার পর সারাদিন শিশুটি ঘুমিয়ে থাকে ।রাত ১১ টার দিকে হঠাৎ শিশুটির নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে কিছু ক্ষণের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শাহাবুদ্দিন তার গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটিকে সব সময় আমিই টিকা দেই আমি তাদের কে কলতাপাড়া যেতে বলিনি ।