ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বিভিন্ন গ্রামে গত কয়েকদিন যাবত কবর থেকে লাশের কংকাল চুরির হিড়িক পড়েছে। সাস্প্রতিক সময়ে পাগলা থানায় কবর থেকে কংকাল চুরির ঘটনা ঘটেছে কমপক্ষে ৪টি। এ ঘটনায় এলাকাবাসী রাত জেগে কবর পাহারা দিচ্ছে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১২ অক্টোবর দিবাগত রাতে পাগলা টেকপাড়া গ্রামের আতাবউদ্দিনের স্ত্রী আমেনা বেগমের লাশের কংকাল কবর থেকে চুরি করে নিয়ে যায় একদল সংঘবদ্ধ চোরের দল। আমেনা বেগম গত আড়াই বছর পূর্বে মারা গেলে তাকে বাড়ির পার্শ্বে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। কংকাল চুরির ঘটনায় আমেনা বেগমের পুত্র জাঙ্গাগীর বাদী হয়ে বালুচরা গ্রামের ইজ্জত আলীর পুত্র নাজমুল, টেকপাগড়া গ্রামে নাজিম উদ্দিনের পুত্র দিলীপ ও ওয়াহেদ আলীর পুত্র শরীফকে আসামী করে পাগলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, দত্তেরবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হালিম উদ্দিনসহ এলাকাবাসী জানান, এ মামলার আসামীরা মাদক ব্যবসার সাথেও জড়িত। আসামী দিলীপের মা মাদক মামলায় বর্তমানে হাজতবাস করছে। গত কিছুদিন পূর্বে একই গ্রামের আবুল হাশেমের স্ত্রীর লাশের কংকাল কবর থেকে চুরি হয়। অন্যদিকে গত শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রাামের আব্দুল হেকিমের পুত্র জিয়াউল হকের লাশের কংকাল কবর থেকে চুরি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢালী জানান। বড়রড়াই গ্রামের আব্দুল মোতালেবের পুত্র পাপেলের লাশের কংকাল কবর থেকে চুরিরর সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরেরা পালিয়ে যায়।
এ ব্যাপারে পাগলা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান বলেন, এ ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। যথাযত ব্যবস্থা নেওয়া হচ্ছে।