স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অপরাধ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
অপরাধ সভায় সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠত্বের ভিত্তিতে নয়টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে। শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমীন। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলবাড়িয়া থানার ওসি মোঃ ফিরোজ তালুকদার, রেঞ্জ ডিআিইজি অফিসের মোহাম্মদ লুৎফুল হক, ময়মনসিংহ গোয়েন্দা শাখার মোঃ শাহ কামাল আকন্দ। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জের এসআই মোঃ ফরহাদ আলী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার কেন্দুয়া থানার এসআই মোঃ আব্দুর রাজ্জাক, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের শ্রীবরদী থানার এএসআই মোঃ নজরুল ইসলাম ও শ্রেষ্ঠ চৌকিদার নির্বাচিত হয়েছেন ভালুকার ৬ নং ইউনিয়নের আহম্মেদ আলী।
উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাস উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ ,নেত্রকোণার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ময়মনসিংহ রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) এ.কে.এম মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ শফিউল ইসলামসহ রেঞ্জের অন্যান্য ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপারগণ ও রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।