ময়মনসিংহ সিটি করর্পোরেশন এর ১ নং ওয়ার্ডে ঢোলাদিয়া সালেহা মার্কেটের জামে মসজিদের পাশেই এক ফুটফুটে নবজাতক বাচ্চা কে বা কাহারা ফেলে রেখে যায়। আজ মঙ্গলবার ভোরে কান্নার শব্দ কান্নার শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে গেলে ড্রেনের নর্দমায় নবজাতকটিকে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে নবজাকটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ফুটফুটে এ বাচ্চাটিকে ড্রেনের নর্দমায় দেখে অনেকেই আফসোস করেন।