বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ। বাকৃবিতে প্রথম বর্ষে আসন রয়েছে ১ হাজার ১০৮টি। প্রথমবারের মতো সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া আবেদন কার্যক্রম শেষ হচ্ছে আজ ১৫ অক্টোবর। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা সাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আসন রয়েছে ১ হাজার ১০৮টি, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০০টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৮৭টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি। সাতটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৫৫১টি। গুচ্ছ পদ্ধতিতে ১০০ নম্বরের লিখিত নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য www.admission-agri.orgওয়েবসাইটে পাওয়া যাবে।

Share this post

scroll to top