১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা,ফতুল্লায় সাংবাদিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জে ১৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ফতুল্লা প্রেসক্লাব। আজ সোমবার বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-ফতুল্লা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ, সহসভাপতি কামাল উদ্দিন সুমন, সৈয়দ মশিউর রহমান শাহীন, সাবেক সহসভাপতি রুহুল আমিন প্রধান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগান্তর প্রতিনিধি আল আমিন প্রধান।

গত নারায়ণগঞ্জ স্থানীয় ১৬ সাংবাদিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়।একটির বাদী হন স্বপন মন্ডল অন্যটির বাদী মীর সোহেল আলী। মামলা দুটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে।

Share this post

scroll to top