দেয়ালে ঘুষি মেরে ইনজুরিতে মিচেল মার্শ

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের প্রথম ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে আউট হয়ে যাওয়ায় নিজের উপর বিরক্ত হয়ে ড্রেসিংরুমে গিয়ে দেয়ালে ঘুষি মেরে ইনজুরিতে পড়লেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। হাতের পেছনের অংশে ব্যাথা পেয়েছেন তিনি। ইনজুরি থেকে সুস্থ হতে কতদিন লাগবে তার সেটি এখনও নিশ্চিত করে বলতে পারছে না ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াকা জানিয়েছে, ‘আউট হওয়ার পর নিজের উপর বিরক্তি প্রকাশ করে ড্রেসিংরুমের দেয়ালে আঘাত করায় হাতের ইনজুরিতে পড়েছেন মিচেল। ইনজুরির কতটা মানরাত্মক এবং ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে- সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব না। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে।’

আগামী শুক্রবার ভিক্টোরিয়ার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। সেই ম্যাচে মিচেল খেলতে পারবেন না, এটিই একরকম নিশ্চিত। তাসমানিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র করেছে ওয়ের্স্টান অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে ৩২টি টেস্ট, ৫৩টি ওয়ানডে ও ১১টি টি-২০ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী মিচেল। ব্যাট হাতে তিন ফরম্যাটে যথাক্রমে ১২৬০, ১৪২৮ ও ১৭৫ রান করেছেন। বল হাতে তিন ফরম্যাটে যথাক্রমে ৪২, ৪৪ ও ৬ উইকেট শিকার করেছেন এই বোলিং অলরাউন্ডার।

Share this post

scroll to top