পাবনার বেড়া-সাঁথিয়া উপজেলা থেকে উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। রোববার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যার-১৪ (ময়মনসিং) কমান্ডার হাফিজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, বেড়া উপজেলার শম্ভূপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ (২১), একই গ্রামের আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ (২৭), হাতিগাড়া গ্রামের ওয়াদুদ আলরি ছেলে ওয়াজেদ আলী (৩০), ছোটপায়না গ্রামের সিদ্দিক খানের ছেলে মিজানুর রহমান মিজান (২৩), সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন ৯২৩)।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের সন্ধ্যায় আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব-১৪। এ ব্যাপারে র্যাব রাতেই থানায় মামলা দায়ের করেছে।