বাবাকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালো স্কুলছাত্র

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি বাজারে মাহিন্দ্রা গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সোহেল রানা (১২)। সে পাঁচুবাড়ি চা বিক্রেতা আব্বাস আলীর ছেলে ও শ্রীধারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনা জানান, সোহেলের বাবা পাঁচুবাড়ি বাজারের একজন চা বিক্রেতা। সকাল সাড়ে ৯টার দিকে সে তার বাবার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে বাজারে যাচ্ছিল। বাজারের কাছে পৌঁছে রাস্তা পার হওয়ার সময় মাহিন্দ্রা গাড়ির চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়।

ওসি জানান, দুর্ঘটনার পরেই গাড়িটি জব্দ করা হয়েছে। পলাতক গাড়ির চালককে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

– ইউএনবি

Share this post

scroll to top