চোট কাটিয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের ফেরার ম্যাচে খুলনা বিভাগীয় দলের স্কোয়াডে যোগ হচ্ছেন ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করে আসা মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব।
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড খেলার পরিকল্পনা ছিল মোস্তাফিজের। কিন্তু চোট শতভাগ সেরে না ওঠায় জাতীয় দলের ফিজিও জুলিয়ান তাকে প্রথম ম্যাচের ভেন্যু খুলনায় যেতে বারণ করেন। তবে দ্বিতীয় ম্যাচে তাকে খেলার ছাড়পত্র দেয়া হয়েছে। ফিটনেসের ছাড়পত্র পেতে গত কয়েক দিন মিরপুরে ড্রিল করেছেন তিনি। গতকালও তাকে অ্যাকাডেমি মাঠে দেখা গেছে।
মোস্তাফিজ জানান, ‘জাতীয় লিগে আমার প্রথম লক্ষ্য থাকবে দিনে ১৫ ওভার বোলিং করা। নতুন বল নাকি পুরনো বলে বোলিং, এসব নিয়ে ভাবছি না। টিম ম্যানেজমেন্ট যখন যেভাবে চাইবে সেটাই করার চেষ্টা করব।’
হোম ভেন্যু শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনার পরের ম্যাচ ১৭ অক্টোবর। প্রতিপক্ষ জাতীয় লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ। মোস্তাফিজ, বিজয়, মিঠুন, সোহান ও আফিফ খুলনার উদ্দেশে রওনা হবেন আজ।
শ্রীলঙ্কায় চার দিনের ম্যাচের সিরিজ খেলে আগেই দেশে ফেরা মিরাজ আছেন খুলনাতেই। খুলনা-রংপুরের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে অনুশীলন করেছেন মাঠে। মোস্তাফিজ ও মিরাজ আগে থেকেই অন্তর্ভুক্ত ছিলেন খুলনার ১৪ সদস্যেও স্কোয়াডে। যোগ হয়েছেন নতুন চার ক্রিকেটার। তাদের জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, হাসানুজ্জামান ও অমিত মজুমদারকে। প্রথম ম্যাচে ভালো করায় রবিউল ইসলাম রবি, ইমরান উজ জামান টিকে যাচ্ছেন দলে।