ইকবাল হাসান : নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের ঢুলিগাতী গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকির সাহেব, গতকাল শনিবার (১২ অক্টোবর) ২.৩০মিনিটের সময় নিজ হাতে গড়া পাক পাঞ্জাতনের পাশে মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে এক মেয়ে রেখে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
আজ রবিবার (১৩ অক্টোবর)বেলা ২ ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় লক্ষীগঞ্জ ইউনিয়নের ঢুলিগাতী গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফকিরের মরদেহ ঢুলিগাতী বাজারে নিজ হাতে গড়া অসমাপ্ত পাঞ্জাতনের পাশে তাকে দাফন করা হয়।
১৯৭১ সালে স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের ৪৯ নং- গেজেটে তাঁর মুক্তিবার্তা নং- ০১১৬০১০২৫৬, কল্যাণ ট্রাস্ট নং- ১৪৩০১, ভোটার নং- ৩০১। তিনি আধ্যাত্মিক জগতের স্বাধক ছিলেন। দীর্ঘ ২৫বছর বীর মুক্তিযুদ্ধা চুন্নু ফকির সাহেব সংসার ত্যাগী ছিলেন।তিনি দেশের বিভিন্ন স্থানে অনেক ভক্ত অনুরাগী রেখে গেছেন। তার জীবনের স্বপ্ন পূরণ করতে পারেননি। পাক-পাঞ্জাতন নির্মাণাধীন অবস্থায় তিনি মারা যান। উনার পাঞ্জাতন ভক্তবৃন্ধদের বলেন তার মৃত্যু হলে যেন তাকে পাঞ্জাতনের পাশে কবরস্থ
করা হয়। এবং পাঞ্জাতনের সহ-সভাপতি তরিকুল আলম ফকির (কাঞ্চন) কে বলেন এই পাঞ্জাতনের সকল দায়দায়িত্ব পালন করার জন্য।
পরে চুন্নু ফকিরের মৃত্যুর পর তার ভক্তবৃন্ধরা বলেন, তার নির্মাণাধীন অসম্পূর্ণ কাজ সম্পন্ন করিব এবং উনি পাঞ্জাতনের যেভাবে নিয়ম পালন করতেন সেই ভাবে নিয়ম পালনে আমরা অঙ্গিকারবদ্ধ ও উনার বিদেহী আত্মার মাগফেরাত করি।
তার ভক্তবৃন্ধরা হলেন আশেকান, তরিকুল আলম ফকির (কাঞ্চন), জহিরুল ইসলাম তাং (মাসুদ), আউয়াল মিয়া, মুকুল তাং, মামুন, জিল্লুর রহমান, আলম, রাসু ফকির, বোরহান, সোহেল, মিছির উদ্দিন, হাবুল, চুন্নু ফকিরের ছেলে জুয়েল তাং, কছিম উদ্দিন, হাবি মিয়া, সাদির উদ্দিন খন্দকার, কালাম, আব্দুর রহমান, আবুল কালাম, বিপ্লপ, সুজন মিয়া, আক্কাছ আলী, বীর মুক্তিযুদ্ধা কুদ্দুস মিয়া, মোস্তফা, শফিকুল, নজরুল, দিলিপ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেত্রকোনা সদর মাসুদা আক্তার মুক্তিযোদ্ধা নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডার নুরুল আমিন তালুকদার, উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আয়ূব আলী, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন (টুকু), এস.এম বজলুল কাদের শাহজাহান, তুহিন আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নেত্রকোনা সদর চেয়ারম্যান এস.এম শফিকুল কাদের (সুজা), লক্ষীগঞ্জ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মুশফিকুর রহমান (ইমান উদ্দিন) প্রমূখ।
বক্তব্য রাখেন,এস.এম শফিকুল কাদের (সুজা), গাজী মোজাম্মেল হোসেন (টুকু) নুরুল আমিন তালুকদার, এস.এম বজলুল কাদের শাহজাহান, মাসুদা আক্তার আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, তার পাঞ্জাতন কে হেফাজতে রাখার জন্য এলাকাবাসী ও ভক্তবৃন্ধদেরকে অনুরোধ করেন।