স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুাত হওয়ায় ভৈরবসহ ৩ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শহরের মেডিকেল রেলক্রসিংয়ের রোববার সকালে ট্রেনের ইঞ্চিন(শানটিং) লাইনচ্যুত হওয়ায় ভৈরবসহ তিনটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়। ঘটনার তদন্তে রেলওয়ে ময়মনসিংহ বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম (রুবেল)কে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খবর পেয়ে কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন(রিলিফট্রেন) ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করেছে।
রেলওয়ের ময়মনসিংহ বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম(রুবেল) জানান, ময়মনসিংহ রেলস্টেশনে আজ রবিবার সকাল নয়টা পচিশ মিনিটের সময় ভৈরবগামী লোকাল ট্রেনের রেক ওয়াশ ফিটিংয়ে নেয়ার সময় (শানটিং করার সময়) মেডিকেল রেলক্রসিংয়ের কাছে ইঞ্চিনের ছয়টি চাকা লাইনচ্যুাত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।