অব্যাহত পানিবৃদ্ধিতে পদ্মায় আবারও তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। এতে উভয় ঘাটে সাত শতাধিক যানবাহন আটকা পড়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে কোনোমতে ৩-৪টি ফেরি স্রোতের প্রতিকূলে দীর্ঘ সময় ব্যয় করে চলাচল করছে।
বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক সালাম হোসেন জানান, পদ্মায় পানিবৃদ্ধি কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের লৌহজং টার্নিংয়ে তীব্র ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে উজানে ব্যাপক নদীভাঙনে পলি স্রোতে ভেসে এসে নাব্যতা সংকট প্রকট করছে। এতে ফেরি চলাচল অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
কাঁঠালবাড়ীঘাটে যাত্রীবাহী পরিবহন, উভয় ঘাটে সাত শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
গত সোমবার রাত থেকেই এ রুটের ৬টি ডাম্ব ফেরি, একটি রো রো ফেরিসহ অধিকাংশ ফেরি বন্ধ হয়ে যায়। একটি রো রো ফেরিসহ ৩-৪টি ফেরি ধারণক্ষমতার কম যানবাহন নিয়ে দ্বিগুণেরও বেশি সময় ব্যয় করে কোনোমতে চলছে।
এদিকে বুধবার রাতে ২০টি যানবাহন ও দুই শতাধিক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবোচরে আটকা পড়েছে। ফেরি পারাপারে অচলাবস্থায় উভয় ঘাটে যানবাহনে দীর্ঘলাইন পড়েছে।