নওগাঁর রাণীনগরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে জনৈক প্রবাসীর স্ত্রী (২৩) ও গোলাম মোস্তফা (৪২) নামে দু’জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। গোলাম মোস্তফা উপজেলার পারইল গ্রামের সাবাজ উদ্দীনের ছেলে ।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলার পারইল গ্রামের গোলাম মোস্তফা জনৈক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।
এসময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদেরকে আটক করে। এরপর শনিবার সকালে জনতা স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নিকট সোর্পদ করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোর্পদ করে।
এঘটনায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো: জহুরুল হক।